শ্রীকৃষ্ণর মৃত্যুমুহূর্ত।
পায়ে বিষাক্ত তীর।
সমুদ্র এগিয়ে আসছে।
ঘনিষ্ঠ অনুচরের হাত দিয়ে দ্রৌপদীকে একটি চিঠি পাঠালেন তিনি।
তাতে এক ভয়ানক স্বীকারোক্তি।

কী লিখেছেন শ্রীকৃষ্ণ?
পড়ুন অণুউপন্যাস “হে বান্ধবী”।
লেখক কুণাল ঘোষ।
কিশলয় প্রকাশন থেকে সদ্য প্রকাশিত ” শাস্তির পর” বইটিতে দ্বিতীয় রচনা হিসেবে এটি রয়েছে।
বইমেলা স্টল নম্বর 203.

শ্রীকৃষ্ণের বিচিত্র রাজনীতি জানতে গেলে এটি পড়তেই হবে।
