CAA: কালো ব্যান্ড পরে রাষ্ট্রপতির ভাষণ শুনে সংসদে বিক্ষোভ কংগ্রেসের

দলের সব সাংসদের হাতে কালো ব্যান্ড। নাগরিকত্ব আইন আর এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনার সময় শুক্রবার এভাবেই প্রতীকী প্রতিবাদ জানালেন কংগ্রেস সাংসদরা। দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এদিন একটা ব্লকে বসেছিলেন। কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য হাতে কালো ব্যান্ড পরেন সবাই। রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পরই সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সেখানে নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে থাকা সব দলকে সংসদে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেওয়া হয়। এই ধরনা-বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, অধীর চৌধুরী, আহমেদ প্যাটেল সহ দলের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা।

Previous articleমৃত্যুর মুহূর্তে দ্রৌপদীকে চিঠিতে কী বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন শ্রীকৃষ্ণ?
Next articleনির্ভয়া দোষীদের ফাঁসির মহড়া দিতে তিহার জেলে এলেন ফাঁসুড়ে পবন, চলছে প্রস্তুতি