ব্যাঙ্ক বন্ধ হলে মিলবে বিমা

করদাতাদের ব্যাঙ্কের টাকার নিশ্চয়তা দিতে সরকারের ঘোষণা, ব্যাঙ্ক বন্ধ হলে গ্রাহকরা পাবেন বিমার টাকা। এই বিমার টাকার পরিমাণ ৫লক্ষ টাকা। আইডিবিআই ব্যাঙ্কে সরকার নিজের শেয়ার বিক্রি করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জীবন বিমা নিগমে সরকার নিজের শেয়ার বিক্রি করবে। অর্থাৎ এলআইসিতে সবচেয়ে বড় অংশীদার সরকার তার শেয়ার বিক্রি করবে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এরফলে সরকার নিয়ন্ত্রণের প্রশ্নটি উঠে গিয়েছে।

আরও পড়ুন-কাশ্মীর-লাদাখের জন্য কত বরাদ্দ?  জানালেন নির্মলা

Previous articleআয়কর যেরকম হচ্ছে ২০২০ সাল থেকে…
Next articleকর কাঠামোয় জটিলতা