কর কাঠামোয় জটিলতা

কর কাঠামোয় কিছু কিন্তু রয়েছে সরকারের তরফে। অর্থমন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় আগের ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ, ছাড়ের সুবিধা নিলে নতুন কর কাঠামো সেক্ষেত্রে লাগু হবে না। আবার নতুন নতুন কর কাঠামোয় কর দিতে হলে ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। অর্থনীতির বিশেষজ্ঞদের ধারণা, সেক্ষেত্রে বিষয়টি হরে-গড়ে প্রায় একই থাকবে। এটি শুধু আয়করের ক্ষেত্রে প্রযোজ্য৷ এখন প্রায় ১০০টি ক্ষেত্রে আয়কর ছাড় পাওয়া যায়৷ নতুন কর হার গ্রহন করলে এই ছাড় মিলবে না৷

আরও পড়ুন-কাশ্মীর-লাদাখের জন্য কত বরাদ্দ?  জানালেন নির্মলা

Previous articleব্যাঙ্ক বন্ধ হলে মিলবে বিমা
Next articleস্বাধীনতার ৭৫পূর্তিতে চমক