সঙ্ঘাতের আবহাওয়া। তার মধ্যেই আজ, রবিবার বিকেল তিনটেতে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজভবনের পক্ষ থেকে দুটি সময় দেওয়া হয়েছিল, সকাল দশটা ও বিকেল তিনটে। শিক্ষামন্ত্রী বিকেল তিনটেতেই যাচ্ছেন। সামনেই বিধানসভা অধিবেশন এবং বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনে রাজ্যপালের থাকাটা অভিপ্রেত। রাজ্য সরকারের আশঙ্কা কেরলের রাজ্যপালের মতোই এ রাজ্যের রাজ্যপাল যদি তাঁর বাজেট ভাষণে সরাসরি বলেন, এটা আমার কথা নয়, এটা রাজ্যের লিখে দেওয়া, সেক্ষেত্রে অস্বস্তি বাড়তে পারে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিক্ষোভের জেরে রাজ্যপালের ফিরে যাওয়া কিংবা বারাকপুরের গান্ধী ঘাটে পুলিশ কর্তাকে প্রকাশ্যে ধমকের জেরে রাজ্য-রাজ্যপাল পারস্পরিক সম্পর্ক আরও সঙ্গীন হয়েছে। বাজেটের আগে এই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই সরকারের তরফে শিক্ষামন্ত্রীর এই দৌত্য। শিক্ষামন্ত্রীর এই দৌত্য নিয়ে সরকার তথা দলও আশাবাদী।