Wednesday, November 12, 2025

দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জুড়েও সিএএ এবং এনআরসি প্রসঙ্গ

Date:

দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জুড়েও সিএএ এবং এনআরসি প্রসঙ্গ । সোমবার এই অনুষ্ঠানের সূচনা  করে পরিচালক অনুরাগ কাশ্যপ স্পষ্ট জানান, যা চলছে তাতে আমরা আমাদের অধিকারের কথা ভুলে গিয়েছি। দেশের সংবিধান যখন আক্রান্ত তখন আমাদের নিজেদের সাংবিধানিক অধিকার সম্পর্কে জানা উচিত। সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে তা মেনে নেওয়া যায় না আমরা শিল্পের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। এমনকি এই প্রসঙ্গে উঠে আসে কয়েক সপ্তাহ আগে কমেডিয়ান কুণাল কামরা প্রসঙ্গ। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে কুণাল বিমানের ভিতরে উত্ত্যক্ত করেছেন এই অভিযোগে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো চারটি বিমান সংস্থা তাদের বিমানে যাতায়াত এর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে। এই ঘটনার প্রতিবাদে বলিউডের প্রতিবাদী মুখ হিসেবে সামনের সারিতে ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । তিনি বলেন, বিমান সংস্থাগুলির এই আচরণ অত্যন্ত লজ্জার। আসলে আমরা প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেছি। মনে রাখবেন সত্যি কথা বলতে কোনও বাধা নেই। এমনকি, প্রতিবাদ স্বরূপ আজকের অনুষ্ঠানে উদ্যোক্তাদের দেওয়া বিমান সংস্থার টিকিটও সবিনয়ে প্রত্যাখ্যান করেন প্রখ্যাত পরিচালক। প্রথম দিন দেখানো হয় ‘বহমান ‘ ছবিটি । যার মূল চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু ।

রাজ্যের বিজ্ঞান-প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বলিউডের প্রতিবাদী মুখ অনুরাগ কাশ্যপকে আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। কারণ, যে লড়াইটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেই সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন অনুরাগ। আমাদের রাজ্য সরকার তার পাশে আছে, থাকবে। তিনি মনে করিয়ে দেন, ভারতীয় ছবির মুখ বদলের পথে হেঁটেছেন অনুরাগ। উপস্থিত দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায় স্পষ্ট জানান, দেশের সংবিধান আজ আক্রান্ত। সিএএ নিয়ে কেন্দ্রের নির্লজ্জতা সবকিছু ছাড়িয়ে গেছে। চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক প্রবীর পাল বলেন, ব্রাত্য বসু দমদমের মানুষকে গত চার বছর ধরে যে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখার সুযোগ করে দিচ্ছেন সেজন্য আমরা কৃতজ্ঞ।

এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ২০১৬ সালে। উদ্বোধন করেছিলেন বোমান ইরানি।অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি,অভিনেত্রী টাবু, কঙ্গনা রানওয়াত বিগত বছরগুলিতে এই চলচ্চিত্র উৎসবে আলোকিত করে গিয়েছেন।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দমদম রবীন্দ্রভবনে এ বছর সাতটি আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার সুযোগ মিলবে । এমনকি এই ছবিগুলি দেখতে কোনও প্রবেশ পত্র লাগবে না। সবমিলিয়ে এবারও দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে মেতে উঠবেন চলচ্চিত্রপ্রেমীরা সে বিষয়ে আশাবাদী উদ্যোক্তারা ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version