Monday, August 25, 2025

“দেশপ্রেমের নেশায় বিয়ে করেননি মোদি” এ কী বললেন বিজয়বর্গীয়!

Date:

দেশপ্রেমের নেশায় নাকি বিয়েই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ইন্দোরে ড্রাগের নেশার বিরুদ্ধে আয়োজিত এক প্রচার সভায় গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, নেশা দেশপ্রেমের হলে তা ভালো। তবে সেটা যেন এতটাও না হয়, যে মোদিজির মতো বিয়েই করলেন না সারাজীবন। এই মন্তব্যের পরেই তার বিরোধিতা নামে কংগ্রেস। তারা প্রশ্ন তোলে, তাহলে যশোদাবেন কে? মোদি যদি বিয়ে না করেন তাহলে লোকসভা নির্বাচনের সময় তিনি হলফনামায় যে নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেছেন সেটা কি মিথ্যে?

এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্বাচনে দাঁড়ানোর সময় হলফনামায় নিজেকে অবিবাহিত বলে উল্লেখ করতেন মোদি। কিন্তু লোকসভা নির্বাচনে তিনি হলফনামা জমা দেওয়ার আগেই সামনে আসেন নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। সবার সামনে তিনি নিজেকে মোদির স্ত্রী হিসেবে দাবি করেন। এবং সে দাবি মেনে নেনে মোদি। লোকসভা নির্বাচনে নিজেকে বিবাহিত বলেই হলফনামা জমা দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। স্ত্রীর নাম লেখেন যশোদাবেন।

এখন কৈলাস বিজয়বর্গীয় কথা যদি ঠিক হয়, তাহলে যশোদাবেন কে? আর মোদি বা কেন হলফনামায় নিজেকে বিবাহিত বললেন? আর যদি মোদির বক্তব্য ঠিক হয়, তাহলে নিজের দলের নেতা তথা প্রধানমন্ত্রী সম্পর্কে এই তথ্যটুকু কি নেই বিজয়বর্গীয়র কাছে?

সম্প্রতি বাড়িতে আসা জনমজুরদের দেখে তাঁদের নাগরিকত্ব নিয়ে মন্তব্য করেন কৈলাস। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে কৈলাসের এই মন্তব্যের পরে বিজেপিতে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন-জামিয়া থেকে শাহিনবাগের আন্দোলন আসলে গভীর চক্রান্ত তোপ মোদির

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version