Wednesday, August 27, 2025

জোরকদমে কাজ চলছে টালা ব্রিজে, বিকল্প যান চলাচলের রুট নির্দেশ দেখে নিন

Date:

পূর্ব ঘোষণা অনুযায়ী, টালা ব্রিজ ভেঙে জোর কদমে চলছে সংস্কারের কাজ। ফলে এখন থেকে উত্তর কলকাতায় ব্যাপক যানজট তৈরি হবে। বিশেষ করে কাজের দিনগুলিতে। তাই তৎপর প্রশাসন। বিকল্প রুটের জন্য ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থা। যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণে নতুন রুট ম্যাপ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

একনজরে দেখে নিন বিকল্প রুটের জন্য ট্রাফিক নির্দেশ:

উত্তরমূখী যানের ক্ষেত্রে চিত্তরঞ্জন অ্যভিনিউ ধরে আসা বাস-মিনি বাস জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা কিছু বাস-মিনি বাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তরে গ্যালিফ স্ট্রিট ধরে লকগেট ফ্লাইওভার ধরবে। সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাট গামী বাস-মিনি বেলগাছিয়া রোড ও বেলগাছিয়া ব্রিজ ধরে চলাচল করছে।

চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা ছোট গাড়িও জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাচ্ছে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা কিছু বাস-মিনি বাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তরে গ্যালিফ স্ট্রিট ধরে লকগেট ফ্লাইওভার বা কাশীপুর রোড ধরে বিটি রোড যেতে পারবে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা ছোট গাড়িগুলি উত্তরে গ্যালিফ স্ট্রিট দিয়ে লকগেট ফ্লাইওভার, কাশীপুর রোড ধরতে পারে। অথবা আরজি কর রোডও ধরতে পারে।

অন্যদিকে, দক্ষিণ মুখী যানের ক্ষেত্রে বাস-মিনি বাসগুলি বিটি রোড থেকে চিড়িয়া মোড় হয়ে দমদম রোড, সেভেন ট্যাঙ্কস, নর্দান অ্যভিনিউ, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে। কিছু বাস-মিনি বাস আবার বিটি রোড থেকে পাইকপাড়া মোড় হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে।

এদিকে, দক্ষিণমুখী ছোট যানগুলির ক্ষেত্রে গাড়ি চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড, গিরিশ অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যভিনিউ বা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে যেতে পারবে। বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী গাড়িগুলি আরও দক্ষিণে একে পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়েও শ্যামবাজারের দিকে যেতে পারবে।

এছাড়াও ট্রাফিক সংক্রান্ত যে কোনও তথ্য জানতে কলকাতা পুলিশের টোল-ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করার জন্যও বলা হয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version