Tuesday, November 18, 2025

গান্ধীজির বিরুদ্ধে কুকথার জেরে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়েকে একহাত নিলেন লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। দিনকয়েক আগে বেঙ্গালুরুতে এক জনসভায় বিজেপি নেতা মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘নাটক’ বলেন। মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “যে বা যাঁরা গান্ধীজির মতো জাতির জনককে এই ধরণের ভাষায় অপমান করতে পারে, সে বা তাঁরা রাবণের সন্তান ছাড়া কেউ হতে পারে না”।

এদিকে মন্তব্যের জেরে চাপের মুখে পড়েছেন বিজেপি সাংসদ। তাঁর যুক্তি, “যা বলেছি ঠিকই বলছি। তবে কারোর নাম করে বলিনি”। বিজেপি সাংসদের মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপিও তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “এঁরা সব রাবণের পূজারি। রামের পূজারিকে এঁরা অপমান করে। এঁরা মহাত্মাকে অপমান করে”। বিজেপির পক্ষ থেকে ওই মন্তব্যের হেগড়েকে জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version