Thursday, November 20, 2025

ইস্তেহার প্রকাশ করে বিজেপি-কে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

Date:

দিল্লির নির্বাচনের বাকি হাতে গোনা ৪ দিন। এতদিনে ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি। বিজেপি ও কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর শেষ দফায় মঙ্গলবার, দিল্লির নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেন অরবিন্দ কেজরিওয়াল। আপ সূত্রে খবর, ইস্তেহারের খসড়া তৈরি করেছেন অতিশি, জ্যাসমিন শাহ এবং প্রাক্তন কংগ্রেস সাংসদ অজয় কুমার। নির্বাচনী ইস্তেহারে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়েছে আপ।
জল ও বায়ুদূষণে দিল্লির স্থান দেশের মধ্যে সবার উপরে। এই পরিস্থিতিতে দূষণমুক্ত দিল্লি গড়ে তোলার প্রতিশ্রুতি হয়েছে ইস্তেহারে। দেওয়া হয়েছে স্বচ্ছ পানীয় জলের প্রতিশ্রুতিও। পাশাপাশি, উচ্চমানের শিক্ষা, স্বাস্থ্য, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, বাড়ি বাড়ি রেশন সরবরাহ, ১০ লক্ষ প্রবীণ নাগরিককে বিনামূল্যে তীর্থযাত্রা করার আশ্বাসও দেওয়া হয়েছে।
ইস্তেহার প্রকাশ করে আপ নেতা তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছোড়েন বিজেপিকে। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যেই বিজেপি‌র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুক গেরুয়া শিবির।
একই সঙ্গে শাহিনবাগ আন্দোলন নিয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই শাহিনবাগ আন্দোলনকে জিইয়ে রেখেছেন অমিত শাহ। কেজরিয়াল প্রশ্ন তোলেন, শক্তিশালী ও প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন আন্দোলন তুলতে পারছেন না অমিত শাহ? এরপরেই বিজেপি-কে কটাক্ষ করে আপ নেতা বলেন, দিল্লির নির্বাচনে শাহিনবাগ ছাড়া বিজেপির আর কোনও ইস্যু নেই। রাস্তা আটকে শাহিনবাগের অবস্থানের জেরে তীব্র যানজট দেখা দিচ্ছে দক্ষিণ দিল্লি থেকে নয়ডা যাওয়ার রাস্তায়। সংবাদ মাধ্যমে কেজরিওয়াল জানান, দিল্লি পুলিশ তাঁর দখলে থাকলে ২ঘণ্টার মধ্যেই শাহিনবাগের রাস্তা ‘দখলমুক্ত’ করতেন। কেজরিওয়ালের এই মনোভাবের আবার সমালোচনা করেছে তাঁর বিরোধীরা। আগামী শনিবার, ৮ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন। এই পরিস্থিতিতে শাহিনবাগকে ইস্যু করেই ভোট-বৈতরণী পার হতে চাইছে শাসক-বিরোধী দুই শিবিরই।

Related articles

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...

তিন শীর্ষ নেতা-সহ অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী! 

এবার অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh)গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে (Maoists)। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর...

মানসিক নির্যাতন-অপমান! শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী দিল্লির কিশোর

দিনের পর দিন স্কুলের শিক্ষকদের দ্বারা মানসিক নির্যাতন। দিল্লির রাজেন্দ্র প্লেস স্টেশনে (Rajendra place station) মেট্রোর সামনে ঝাঁপ...
Exit mobile version