‘চিরবিদায় বন্ধু’! মৃত্যুর দিন গুনছে করোনা আক্রান্ত বয়স্করা, যা দেখলে আপনারও চোখে জল আসবে

হুহু করে বেড়ে চলেছে নভেল করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা। চিনে ইতিমধ্যেই ৪২৫ জনের মৃত্যু হয়েছে৷ এরপর মৃতের আশঙ্কা আরও বাড়বে বলে জানা গিয়েছে। সেখানকার বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী। সকলেই করোনা ভয়ে আতঙ্কিত। এরই মধ্যে এমন এক ভিডিও সামনে এল যা দেখলে চোখে জল আসে।

হাসপাতালের বেডে পাশাপাশি শুয়ে রয়েছেন দু’জন বয়স্ক রোগী যাঁরা করোনায় আক্রান্ত৷ যাঁরা মৃত্যুর দিন গুনছে। মৃ্ত্যুর জন্য দিন গোনায় একে অপরের সঙ্গী৷ তাঁরা একসঙ্গে হাত ধরে একে অপরকে বলছেন চিরবিদায় বন্ধু। একে অপরকে দিচ্ছেন সহানুভূতির বার্তা।

দেখুন সেই চোখে জল আনা ভিডিও…

https://twitter.com/juliojiangwei/status/1224102716747796480