Monday, May 5, 2025

আজ রাত থেকে বাড়বে তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে চলবে বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবারও বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। দুদিন পর থেকে নামতে পারে তাপমাত্রা পড়তে পারে শীত। মেঘলা আকাশের জন্যই আপাতত বিদায় নিয়েছে শীত এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, শীতের মরশুমে বৃষ্টির অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকায়, তার জেরে রাজ্যে আসছে শীতল ও শুষ্ক হাওয়া। অন্যদিকে, বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে রাজ্যে আসছে গরম ও আর্দ্র বাতাস। এই দুই পরিস্থিতির রসায়নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা বৃষ্টির পরিস্থিতি রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হবে।

পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমে আজ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস কলকাতায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।উড়িষ্যা ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে অন্য জায়গায় হালকা বৃষ্টি কয়েকদফায়।

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সংঘাতে বৃষ্টি রাজ্যে।বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পূবালী হাওয়ায় ডুকছে জলীয়বাষ্প পূর্ণ বাতাস। এর জেরেই আংশিক মেঘলা আকাশ আগামীকাল থেকে কলকাতাতেও মেঘলা আকাশ।

এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়লো ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে সামান্য কুয়াশা হলেও পরে আংশিক মেঘলা হতে পারে আকাশ।

কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পেরপরিমাণ ৩৭ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নিবিস্তারিত দিচ্ছি।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলা বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ছত্রিশগড় এ।
আগামীকাল থেকে কয়েকদিন ঘন কুয়াশা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এ।
শুক্রবার রবিবারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version