Sunday, November 2, 2025

কারা যেন বলেন, ‘‘বাংলাটা ঠিক আসে না।’’ সেই বাঙালিদের মুখ ভোঁতা করে দিয়ে সুদূর জাপানে ‘বাংলা আসে’ এক তরুণীর। তাঁর বাংলা বলার ভিডিও ভাইরাল হতেই বাহবা দিচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যে ফেসবুকে ভিডিওটি দেখে ফেলেছেন ৪ লক্ষেরও বেশি মানুষ, শেয়ারের সংখ্যা ১১ হাজারেরও বেশি।
ওই জাপানি তরুণীর নাম সাকুরা ইশিকওয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর বাংলা বলার ভিডিও পোস্ট করেন অপূর্ব দাস। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গর্বের সঙ্গে তিনি জানাচ্ছেন বিশ্বে বাংলা ভাষার মর্যাদার কথা। বাংলার প্রতি তাঁর ভালবাসার কথা তুলে ধরেন ক্যামেরার সামনে। জাপানের এই তরুণী বাংলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য সমস্ত কিছুর সঙ্গে তাঁর নীবিড় সম্পর্ক রয়েছে। ভিডিওতে তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের কথা। বাঙালির আইকন সত্যজিৎ রায়ের ছবি দেখার কথা। সর্ষে ইলিশ, রসগোল্লা তাঁর অত্যন্ত প্রিয় বলে জানান সাকুরা।
ভিডিওতে তিনি বলেন, ‘‘নমস্কার, আমার নাম সাকুরা। আমি টিসিএস জাপানের সঙ্গে কাজ করি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা করেছি। আমি গোলপার্কে থাকতাম। গোলপার্ক থেকেই যাদবপুরে যেতাম। গ্রীষ্মের একটি সংক্ষিপ্ত যোগ দিতে কলকাতায় যাই। প্রায় দু’মাস ছিলাম। আমার বাংলা পড়া ভালো লেগেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলা নিয়ে পড়ব। পরে আমি হিন্দি নিয়ে পড়াশোনা করার জন্যে দিল্লি চলে যাই।”
সাকুরা বলেন, ‘‘বাংলায় অনেক এক্সপ্রেশন রয়েছে। বাংলা একটা সমৃদ্ধ ভাষা। আমি ফেলুদার গল্পগুলো পড়েছি। পথের পাঁচালি সহ বেশ কয়েকটি বাংলা ছবি দেখেছি।’’ চলতি মাসের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সাধারণ মানুষ। সেই ভাষার সীমবদ্ধতা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই থেমে নেই। সীমানা ছাড়িয়ে পাড়ি দিয়েছে দূর দেশেও।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version