Thursday, August 21, 2025

কারা যেন বলেন, ‘‘বাংলাটা ঠিক আসে না।’’ সেই বাঙালিদের মুখ ভোঁতা করে দিয়ে সুদূর জাপানে ‘বাংলা আসে’ এক তরুণীর। তাঁর বাংলা বলার ভিডিও ভাইরাল হতেই বাহবা দিচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যে ফেসবুকে ভিডিওটি দেখে ফেলেছেন ৪ লক্ষেরও বেশি মানুষ, শেয়ারের সংখ্যা ১১ হাজারেরও বেশি।
ওই জাপানি তরুণীর নাম সাকুরা ইশিকওয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর বাংলা বলার ভিডিও পোস্ট করেন অপূর্ব দাস। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গর্বের সঙ্গে তিনি জানাচ্ছেন বিশ্বে বাংলা ভাষার মর্যাদার কথা। বাংলার প্রতি তাঁর ভালবাসার কথা তুলে ধরেন ক্যামেরার সামনে। জাপানের এই তরুণী বাংলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য সমস্ত কিছুর সঙ্গে তাঁর নীবিড় সম্পর্ক রয়েছে। ভিডিওতে তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের কথা। বাঙালির আইকন সত্যজিৎ রায়ের ছবি দেখার কথা। সর্ষে ইলিশ, রসগোল্লা তাঁর অত্যন্ত প্রিয় বলে জানান সাকুরা।
ভিডিওতে তিনি বলেন, ‘‘নমস্কার, আমার নাম সাকুরা। আমি টিসিএস জাপানের সঙ্গে কাজ করি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা করেছি। আমি গোলপার্কে থাকতাম। গোলপার্ক থেকেই যাদবপুরে যেতাম। গ্রীষ্মের একটি সংক্ষিপ্ত যোগ দিতে কলকাতায় যাই। প্রায় দু’মাস ছিলাম। আমার বাংলা পড়া ভালো লেগেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলা নিয়ে পড়ব। পরে আমি হিন্দি নিয়ে পড়াশোনা করার জন্যে দিল্লি চলে যাই।”
সাকুরা বলেন, ‘‘বাংলায় অনেক এক্সপ্রেশন রয়েছে। বাংলা একটা সমৃদ্ধ ভাষা। আমি ফেলুদার গল্পগুলো পড়েছি। পথের পাঁচালি সহ বেশ কয়েকটি বাংলা ছবি দেখেছি।’’ চলতি মাসের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সাধারণ মানুষ। সেই ভাষার সীমবদ্ধতা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই থেমে নেই। সীমানা ছাড়িয়ে পাড়ি দিয়েছে দূর দেশেও।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version