Wednesday, November 12, 2025

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

Date:

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’। নাম ভূমিকায় থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborti)। এছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসেন-সহ জনপ্রিয় অভিনেতারা। এই ছবিতে সাহিত্যেকের ছেলেবেলার ভূমিকায় দেখা যাবে বিহান চন্দকে। রাজশেখরের বৌদির চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শ্রেয়সী। বেশ কয়েকদিন ধরেই বাংলা ভাষা ও বাংলার মানুষদের ভিনরাজ্যে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। রাজ্যর বাইরে অনেক ক্ষেত্রে বাংলায় কথা বললে তাঁকে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে। এবার সেই অত্যাচারের প্রতিবাদ হয়েই আসছে এই ছবি।

এই তথ্যচিত্রটি অভিজিৎ পালের পরিচালক হিসেবে প্রথম ছবি। ছবির গল্প, স্ক্রিপ্ট, ডায়লগ, কম্পোজিশন, লোকেশন, লুক সেট থেকে আর্ট ডিরেক্টর সবকিছু নিজেই সামলে নিয়েছেন অভিজিৎ। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন সুব্রত মাইতি। এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন নচিকেতা। এছাড়াও ‘মাটির গান’ গেয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সিদ্ধার্থ চক্রবর্তী। কম্পোজার হিসেবে কাজ করছেন কৌশিক মুখোপাধ্যায়।

রাজশেখর বসু থেকে শশীশেখর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র, অনুশীলন সমিতি, গিরিন্দ্রশেখর-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। এই তথ্যচিত্রে (Documentary) বর্তমান ও স্বাধীনতার আগের ঘটনার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে বলেই মনে করা হচ্ছে। তবে রাজশেখরকে নিয়ে এই ধরণের কাজ বাংলা তথা ভারতে প্রথম বলেই এখন থেকেই দর্শককূলের উন্মাদনা তুঙ্গে।এই তথ্যচিত্রের শুটিং হয়েছে কলকাতা, নদিয়ার বীরনগর, দ্বারভাঙ্গা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও পটনায়।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version