বিজেপি করোনাভাইরাসের মতোই ক্ষতিকর! অভিনব প্রতিবাদ কংগ্রেসের

আইএনটিইউসি সেবাদল বেন্টিংক স্ট্রিটে প্যারাডাইস সিনেমাহলের সামনে কেন্দ্রের NRC-CAA প্রতিবাদে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করে। কংগ্রেসের শাখা সংগঠনের কর্মী-সমর্থকরা প্রত্যেকে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন। যেখানে লেখা ছিল, “Beware BJP, Beware Corona Virus”. অর্থাৎ, করোনা ভাইরাস যতটাই মানুষের পক্ষে ক্ষতিকর। বিজেপি ঠিক ততটাই মানুষের পক্ষে ক্ষতিকর এটাই বোঝাতে চেয়েছেন তাঁরা।

এই প্রতিবাদ মিছিল বেন্টিংক স্ট্রিটে জমায়েত করে। তাদের কর্মসূচি ছিল সেখান থেকে মিছিল করে রাজভবনে গিয়ে বিক্ষোভ দেখানো। কিন্ত মিছিল শুরু করে ওয়াটারলু স্ট্রিটে পৌছতে তা আটকায় পুলিশ। পরে তারা ফিরতি পথে এসে বেন্টিক স্ট্রিটে এসে কিছুক্ষণ পথ অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। মিছিলে নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রোহন মিত্র এবং মধ্য কলকাতার আইএনটিইউসি জেলার সভাপতি ইমরান খান।
ক্যামেরায় অরুপ অধিকারী।

আরও পড়ুন-পুর-নির্বাচনের আগে দলীয় ভাবমূর্তি রক্ষায় কড়া পদক্ষেপ : মমতা