প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে অপ্রতিভ রাজীবকুমার, কেন জানেন?

কৃষ্ণনগরে বুধবার প্রশাসনিক বৈঠকে এই জেলায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে তা খতিয়ে দেখে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতে চাইলেন দফতরের প্রধান সচিব রাজীব কুমারের কাছে। যিনি কলকাতার নগরপাল ছিলেন । বৈঠক তখন ৪৫ মিনিট গড়িয়েছে । দফতরের প্রধান সচিব হিসেবে তাঁর প্রথম প্রশাসনিক বৈঠকে খানিকটা অপ্রতিভ রাজীব বলেন, ‘কল্যাণীতে তিনটি আইটি পার্ক আছে। এর মধ্যে একটি পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষের পথে। কিন্তু সেখানে এখনও সব জায়গা ভর্তি হয়নি। সেটি দেখা হচ্ছে। খুব শীঘ্রই হয়ে যাবে।’একথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিক আছে দেখে নাও।’ প্রশাসনিক মহলের মতে, এদিনই প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দেন রাজীব। ফলে খানিকটা অপ্রতিভ ছিলেন। যদিও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।

Previous articleপড়ুয়াদের লাগাতার ঘেরাও-এর জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রেসিডেন্সির উপাচার্য
Next articleক্যারাটে-তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট বাংলা রাজ্যপাল! দেখুন চমকে দেওয়া ভিডিও