Saturday, November 1, 2025

ছয় ছক্কার নজির গড়ে যুবরাজকে স্পর্শ করলেন কলকাতার দীপাঞ্জন

Date:

সিএবি প্রথম ডিভিশনের ‘সি’ গ্রুপের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে নেতাজি সুভাষ ইনস্টিটিউটের দীপাঞ্জন মুখার্জি ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন মঙ্গলবার। হাইকোর্ট মাঠে।ছয় বলে ছয় ছক্কা বললেই প্রথমেই মনে পড়বে যুবরাজ সিংয়ের নাম। এবার থেকে সেই তালিকায় উঠে গেল বাংলার এক ক্রিকেটারের নাম। ইনিংসের ৮৩তম ওভারে দীপাঞ্জন মহমেডান জোরে বোলার মহম্মদ নাসিমের বিরুদ্ধেই ৬টি ছয় মেরেছেন।
ম্যাচে দীপাঞ্জনের রান ১৯৮। তাঁর ব্যাটে ভর করেই নেতাজি সুভাষ ইনস্টিটিউট তুলেছে ৪২৯। ৬টি ছয় মারার পর স্বভাবতই খুশি দীপাঞ্জন। কিন্তু মন খারাপ মাত্র ২ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করায়। দীপাঞ্জনের বক্তব্য, ‘ভাল লাগছে। আমি ৬টা ছয় মারব আগে থেকে কিছু ভাবিনি। পাঁচ নম্বর ছয়টা মারার পর আমার নন–স্ট্রাইকার জানায় যে, আমি ৫টা ছয় মেরে ফেলেছি। শেষ বলে চেষ্টা করলে হয়ে যেতেও পারে। তখন শেষ বলটা চালিয়ে দিয়েছিলাম।’
অনূর্ধ্ব ২৩–এর বাংলার প্রতিনিধিত্ব করেছেন। তারপর আর সিনিয়র দলের সুযোগ হয়নি। চাকরির প্রয়োজন ছিল বলে রেলের চাকরি নেন। তখন থেকেই নেতাজি সুভাষ ইনস্টিটিউটের হয়ে খেলছেন। ‘বাংলার হয়ে সুযোগ পাইনি। কিন্তু চাকরি দরকার ছিল। রেলের হয়ে এ বছর প্রাথমিক রনজি দলে সুযোগ পেয়েছিলাম’, জানিয়েছেন দীপাঞ্জন। ছয় ছক্কার রেকর্ডের অধিকারী যুবরাজকে ছুঁতে পেরে আপ্লুত দীপাঞ্জন ছয় ছক্কার রেকর্ড করা দীপাঞ্জন সুযোগ পেলে বাংলার হয়ে খেলতে চান। চলতি মরসুমে ধারাবাহিকতা বজায় রাখলে সুযোগ পাবেন বলে আশা করছেন সচিন ভক্ত এই ক্রিকেটার।


Related articles

বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতাবালা ঠাকুরের

যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে রাজ্যের একটি বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম...

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...
Exit mobile version