Wednesday, November 5, 2025

কোন্ননগরের পরে এবার দুর্গাপুর। জ্বলজ্বল চোখে ঘুরে বেড়াচ্ছে অজানা জন্তু। সন্ধে নামতেই তঠস্থ দুর্গাপুরবাসী। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের বেনাচিতির প্রান্তিকা এলাকা।

দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের বেনাচিতির প্রান্তিকা এলাকায় রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোর। ওই এলাকার আশেপাশে বিস্তীর্ণ জলাভূমি। সূর্য ডোবার পরই ঘুরে বেড়াচ্ছে সে। অনেকেই শুনতে পেয়েছেন বিকট আওয়াজ। মিলেছে পায়ের ছাপ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোর সীমানা পাঁচিলের উপর একটি বড় মাপের জন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। দূর থেকে তার চোখ জ্বলতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। লোকমুখে রটে যায় ওই এলাকায় ঘোরাফেরা করছে ‘বাঘ’। স্থানীয়দের দাবি, রাতে নাকি গর্জনও শুনেছেন তাঁরা। বুধবার ভোর হতেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরের আশেপাশে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিআইএসএফ। ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর থানার পুলিশ এবং বনবিভাগের কর্মীরাও।

যদিও বাঘের আতঙ্কের কোনও কারণ দেখতে পাচ্ছেন না বন দফতরের আধিকারিকরা। দুর্গাপুর বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মণ্ডল জানান, যে পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে কোনওভাবেই এটি বাঘের পায়ের ছাপ নয়। এটি বাঘরোল বা মেছো বেড়াল বলেই মনে করেছে বন দফতর। অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন বনবিভাগের কর্মীদের।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version