Saturday, November 1, 2025

ভয়াবহ ঘটনা শহরের বুকে, পুত্রবধূর সম্ভ্রমহানি ঠেকাতে যাওয়া শ্বশুরকে পিষে দিল দুষ্কৃতীরা

Date:

রাতের শহর নিরাপদ নয়৷
কলকাতার বুকে ভয়াবহ ঘটনা৷ পুত্রবধূর সম্ভ্রমহানি ঠেকাতে প্রাণ দিলেন শ্বশুর৷

পূর্ব কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার গোবিন্দ খটিক রোডে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় এক বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন এলাকার বাসিন্দা গোপাল প্রামানিক৷ সঙ্গে ছিলো তাঁর পরিবারের ৭জন, যার মধ্যে ৪জনই মহিলা৷ সেই সময় একটি অ্যাম্বুল্যান্স তাঁদের সামনে এসে দাঁড়ায়৷ ওই অ্যাম্বুল্যান্সে ছিল ২ জন৷ দু’জনই গাড়ি থেকে নেমে
গোপাল প্রামানিকের পুত্রবধূকে জোর করে অ্যাম্বুল্যান্সে তুলে নেওয়ার চেষ্টা করে৷ বাধা দেন বাকিরা৷ গোপালবাবু ওই অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে যান৷ অবস্থা বেগতিক দেখে ওই দুই দুষ্কৃতী অ্যাম্বুল্যান্সে উঠে পালানোর চেষ্টা করে৷ তখনও অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে গোপাল প্রামানিক৷ ওই দু’জন গাড়ি চালিয়ে দেয় গোপালবাবুকে ধাক্কা মেরেই৷ ধাক্কার ফলে অ্যাম্বুল্যান্সের সঙ্গেই আটকে যান গোপালবাবু৷ ওই অবস্থায় তীব্রগতিতে অ্যাম্বুল্যান্স ছুটতে থাকে৷ গাড়িতে তখনও আটকে গোপালবাবু৷ প্রায় ৩০০ মিটার ওই অবস্থায় গাড়ির সঙ্গে আটকে থাকার পর ছিটকে যান তিনি! অ্যাম্বুল্যান্স ততক্ষণে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে গোপাল প্রামানিককে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়৷ গোপালবাবুর বাড়ি এলাকারই ৪৭, ক্রীস্টোফার রোডে৷

এই ঘটনায় মঙ্গলবার রাত থেকেই ট্যাংরা এলাকায় তীব্র উত্তেজনা৷ বুধবার সকালে পদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন৷ ওই অ্যাম্বুল্যান্স এবং দুই যুবকের এখনও কোনও খবর পায়নি পুলিশ৷
কলকাতার বুকে এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী!


Related articles

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...
Exit mobile version