ভয়াবহ ঘটনা শহরের বুকে, পুত্রবধূর সম্ভ্রমহানি ঠেকাতে যাওয়া শ্বশুরকে পিষে দিল দুষ্কৃতীরা

রাতের শহর নিরাপদ নয়৷
কলকাতার বুকে ভয়াবহ ঘটনা৷ পুত্রবধূর সম্ভ্রমহানি ঠেকাতে প্রাণ দিলেন শ্বশুর৷

পূর্ব কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার গোবিন্দ খটিক রোডে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় এক বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন এলাকার বাসিন্দা গোপাল প্রামানিক৷ সঙ্গে ছিলো তাঁর পরিবারের ৭জন, যার মধ্যে ৪জনই মহিলা৷ সেই সময় একটি অ্যাম্বুল্যান্স তাঁদের সামনে এসে দাঁড়ায়৷ ওই অ্যাম্বুল্যান্সে ছিল ২ জন৷ দু’জনই গাড়ি থেকে নেমে
গোপাল প্রামানিকের পুত্রবধূকে জোর করে অ্যাম্বুল্যান্সে তুলে নেওয়ার চেষ্টা করে৷ বাধা দেন বাকিরা৷ গোপালবাবু ওই অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে যান৷ অবস্থা বেগতিক দেখে ওই দুই দুষ্কৃতী অ্যাম্বুল্যান্সে উঠে পালানোর চেষ্টা করে৷ তখনও অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে গোপাল প্রামানিক৷ ওই দু’জন গাড়ি চালিয়ে দেয় গোপালবাবুকে ধাক্কা মেরেই৷ ধাক্কার ফলে অ্যাম্বুল্যান্সের সঙ্গেই আটকে যান গোপালবাবু৷ ওই অবস্থায় তীব্রগতিতে অ্যাম্বুল্যান্স ছুটতে থাকে৷ গাড়িতে তখনও আটকে গোপালবাবু৷ প্রায় ৩০০ মিটার ওই অবস্থায় গাড়ির সঙ্গে আটকে থাকার পর ছিটকে যান তিনি! অ্যাম্বুল্যান্স ততক্ষণে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে গোপাল প্রামানিককে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়৷ গোপালবাবুর বাড়ি এলাকারই ৪৭, ক্রীস্টোফার রোডে৷

এই ঘটনায় মঙ্গলবার রাত থেকেই ট্যাংরা এলাকায় তীব্র উত্তেজনা৷ বুধবার সকালে পদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন৷ ওই অ্যাম্বুল্যান্স এবং দুই যুবকের এখনও কোনও খবর পায়নি পুলিশ৷
কলকাতার বুকে এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী!