Monday, November 3, 2025

রাজনৈতিক মন্তব্যের জন্য দিল্লি পুলিশের DCP-কে নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন

Date:

Share post:

শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় ধৃত ব্যক্তি AAP- এর সঙ্গে যুক্ত বলা দিল্লি পুলিশের DCP রাজেশ দেও-কে ভোটের কাজে নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন৷ দিল্লি পুলিশ প্রধানকে লেখা চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, পুলিশ আধিকারিক রাজেশ দেও-কে “রাজনৈতিক অর্থযুক্ত” মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে৷ তাঁকে আসন্ন নির্বাচনে ব্যবহার করা যাবে না৷

দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভস্থলে গত সপ্তাহে গুলি চালিয়েছিল এক ব্যক্তি৷ সেই ব্যক্তি আম আদমি পার্টি বা AAP-এর সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছিলেন দিল্লি পুলিশের DCP রাজেশ দেও৷ এই DCP-কে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷
বুধবার দিল্লি পুলিশ প্রধানকে এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, পদস্থ পুলিশ আধিকারিক রাজেশ দেও-কে “রাজনৈতিক অর্থযুক্ত” মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, “ডেপুটি কমিশনার রাজেশ দেও গত ৪ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে কথা বলার সময়, শাহিনবাগে গুলি-কাণ্ডের তদন্ত প্রসঙ্গে রাজনৈতিক অর্থযুক্ত কথা বলেছেন৷ এই কথা কমিশনের নজরে এসেছে। এই বিষয়ে সংবাদমাধ্যমের একাধিক রিপোর্টেও দেখা গিয়েছে, রাজেশ দেও শাহিনবাগ বিক্ষোভস্থলে গুলি চালানো নিয়ে তদন্ত প্রসঙ্গে বিবৃতিতে বলেছেন, এক বছর আগে অভিযুক্ত এবং তার বাবা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিয়েছেন৷ ওই DCP ষড়যন্ত্রের দৃষ্টিকোণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন”। নির্বাচন কমিশন জানিয়েছে, “এই সময়ে, যখন তদন্ত চলছে, সেই পর্যায়ে এ ধরনের বিবৃতি নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এই কাজটি অযাচিত। রাজেশ দেও-এর কার্যকলাপ অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের ওপর প্রভাব ফেলবে”।
কঠোর মনোভাব প্রদর্শন করে নির্বাচন কমিশন জানিয়েছে, “ দিল্লি পুলিশের শীর্ষকর্তাকে এটা নিশ্চিত করতে হবে যে, দিল্লি বিধানসভা নির্বাচনে কোনও কাজ করবেন না ওই রাজেশ দেও”।

ওই DCP বলেছিলেন, গুলিকাণ্ডে ধৃত কপিল গুজ্জর স্বীকার করেছে যে সে AAP-এর সদস্য। এর পরই AAP-এর তরফে অভিযোগ আনা হয়, ওই রাজেশ দেও DCP নয়,
“বিজেপির মুখপাত্র” হিসাবে কাজ করছেন৷

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...