অধীর ‘ফিট ইন্ডিয়া’র বিজ্ঞাপন! প্রধানমন্ত্রীর কথায় সংসদে হাসির রোল

সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বলতে গিয়ে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে রসিকতায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অধীরের দিকে তাকিয়ে বলেন, লোকসভায় আমি যত বেশি অধীরজিকে দেখছি, তত মুগ্ধ হচ্ছি। উনি এই সরকারের ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর বিজ্ঞাপন হয়ে উঠেছেন। এরজন্য অবশ্য আমি মন্ত্রী কিরণ রিজ্জুকে ধন্যবাদ দিচ্ছি। ওনার প্রচারে উদ্বুদ্ধ হয়ে অধীর শুধু সংসদে বলছেন তাই নয়, সঙ্গে জিমও চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার অধীরের ‘এরা রাবণ’ বক্তব্যকেই যে লক্ষ্য করে বলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। সংসদ জুড়ে হাসির রোল ওঠে। বক্তব্য রাখতে গিয়ে দেশের চাকরির প্রসঙ্গ উত্থাপন করেন অধীর। পাল্টা প্রধানমন্ত্রী বলেন, চিন্তা নেই, আপনি যাতে বেরোজগার না হন, তা আমি দেখব।