Monday, August 25, 2025

গল্প শুনলে মনে হবে স্বয়ম্ভর সভা বসেছে। কিন্তু তা নয়, প্রচার সভা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন রাঘব চাড্ডা। দিল্লির রাজিন্দর নগর বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী হয়েছেন তিনি। পেশায় চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রাঘব। সেই পেশা ছেড়ে রাজনীতিতে এসেছেন। ৩১ বছরের রাঘব এখনও অবিবাহিত।
নিজের কেন্দ্রে প্রচারে লাগাতার রোড শো, জনসভা করছেন তিনি। প্রতিদিন প্রচারের ভিডিও শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে বেশ কয়েকজন মহিলা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়া টিমের এক সদস্য জানিয়েছেন, ইতিমধ্যে তাঁকে বেশ কিছু মহিলা ফলো করছেন। এক মহিলা তাঁকে টুইটারে ট্যাগ করে বিয়ের প্রস্তাব দিয়েছেন। যদিও এই মুহূর্তে এই বিষয় নিয়ে মাথা ব্যাথা যে তা রাঘবের পাল্টা মন্তব্যে স্পষ্ট হয়েছে। রাঘব বলেন, এখন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। এই সময় বিয়ে করা ঠিক হবে না। ওই সদস্য আরও জানান, ইনস্টাগ্রামে একজন লিখেছেন, দয়া করে অন্য কাউকে বিয়ে করবেন না, তাহলে আমার মন ভেঙে যাবে। শুধু তাই নয়, দিন কয়েক আগে এক স্থানীয় স্কুলে গিয়েও একইরকম অভিজ্ঞতা হয়েছে রাঘবের।

এক শিক্ষক বলেন, আমার মেয়ে থাকলে আপনার সঙ্গে বিয়ে দিতাম।
প্রচারে গিয়ে বা সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রস্তাব পাওয়ার ঘটনা বিরল বলেই রাজনৈতিক মহলের একাংশ। গত বছর দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেন তিনি। রাজিন্দর নগর বিধানসভা কেন্দ্রে তাঁর বিপক্ষে আছেন বিজেপির আর পি সিং এবং কংগ্রেসের রকি তুসিদ।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version