গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত কারণে মঙ্গলবার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাইপারটেনশন এবং সুগার জনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পরিবার সূত্রে পাওয়া খবর, মঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বর্ষীয়ান অভিনেতার। পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কা করে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে তাঁর।

আরও পড়ুন-শচীন কন্যা সারা হার মানাবে বলিউডের তারকাদের! রইল কিছু ছবি
