সেলেব না পোড়খাওয়া নেতা! কলকাতায় কাদের প্রার্থী করবে বিজেপি?

কলকাতা পুরসভার দখল নিতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। তবে সমস্যা একটাই, কাদের সঙ্গে নিয়ে ঝাঁপ দিতে চাইছে বিজেপি, সেটাই এখনও অনিশ্চিত৷

দলে যোগ দেওয়া সেলেব-দের কলকাতা পুরভোটে প্রার্থী করতে চায় বঙ্গ- বিজেপি’র একাংশ৷ তবে এই প্রস্তাবের পাল্টা প্রস্তাবও দলের মধ্যে থেকেই উঠে এসেছে৷
দিনদুয়েক আগে বিজেপি নেতা শিবপ্রকাশের বাড়িতে পুরভোট নিয়ে বঙ্গ-বিজেপি’র শীর্ষনেতাদের বৈঠক হয়েছে৷ মূলত কলকাতা পুরসভার প্রার্থী বাছাই নিয়েই কথা হয়েছে৷ বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায়ের মতো নেতারা৷ নানা আলোচনার পর উঠে এসেছে একাধিক প্রস্তাব৷
প্রথম প্রস্তাবে বলা হয়েছে,
সম্প্রতি দলে যোগ দেওয়া টলিউডের একঝাঁক তারকাদের মধ্যে বাছাই করে ১০-১৫ জনকে প্রার্থী করা হোক৷ ছোট পর্দার এই সেলেবদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারলে আসনগুলি নিশ্চিত হবে৷ এই অংশের বক্তব্য, দলে বর্ষীয়ান ও অভিজ্ঞ বলতে যাদের নাম উঠে আসছে তাঁদের অনেকেই একাধিকবার ভোটে লড়ে প্রতিবারই হেরেছে৷ এই ধরনের প্রার্থীদের মানুষ ভোট দিতে নারাজ৷ তার থেকে ঝকঝকে নতুন মুখই বৈতরণী পার করাতে সক্ষম হবেন। সূত্রের খবর, বৈঠকে প্রাথমিকভাবে স্থির হয়েছে, সেলেবদের মধ্যে এবার প্রার্থী হতে পারেন পার্ণো মিত্র, অঞ্জনা বসু, লামা ওরফে অরিন্দম হালদার, মৌমিতা গুপ্ত, বিশ্বজিত গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র এবং রূপাঞ্জনা মিত্র। এ ছাড়াও লোকসভা ভোটের আগে ও পরে বিজেপিতে যোগ দেওয়া টলিউডের অন্য সেলেবদের কথাও আলোচনায় এসেছে৷

উল্টোদিকে দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে,
কলকাতা পুরসভা ভোটে প্রার্থী করা হোক দলের হেভিওয়েটদের৷ কারন, গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আনকোরা মুখ নিয়ে লড়াই করা যাবেনা৷ বরং দলের পরিচিত মুখদেরই নামানো হোক কলকাতা পুরভোটের ময়দানে। সেক্ষেত্রে উঠে এসেছে রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, রাজকমল পাঠক-দের নাম৷ এই প্রস্তাবের পক্ষের যুক্তি, হেভিওয়েটরা লড়াইয়ের ময়দানে নামলে তৃণমূলকে চাপে রাখা যাবে৷ বলা হয়েছে, বাম আমলে তৃণমূল সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়,ফিরহাদ হাকিমের মতো পরিচিত হেভিওয়েট নেতাদের প্রার্থী করে সাফল্য পেয়েছিলো৷ রাজনীতিতে একদম আনকোরা মুখের থেকে বড় নামের উপরেই ভরসা রাখেন ভোটাররা।

বিজেপি নেতৃত্বের দুই অংশের দুই প্রস্তাবই চূড়ান্ত আলোচনার জন্য রাখা হয়েছে৷

Previous articleগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সন্তু মুখোপাধ্যায়
Next articleবাজেট ২০২০- কেন্দ্রীয় সরকারের ৩ মার্ডার: তীব্র আক্রমণ অভিষেকের