বিক্ষিপ্ত অশান্তিতে বাংলার তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, রেকর্ড ভোটদানের আবেদন মোদির

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of Loksabha Election) দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট চলছে। দেশের পাশাপাশি বাংলার তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও (Darjeeling , Raigunj And Balurghat) সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দু’ঘণ্টা পেরিয়ে বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বালুরঘাট রায়গঞ্জের পাশাপাশি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি-সহ বেশ কিছু এলাকায় ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির জন্য ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ। দু’ঘণ্টায় ২৪১টি অভিযোগ কমিশনে (EC) জমা পড়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের সকালেও তরুণ প্রজন্মকে ভোটদানে উৎসাহিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তাপপ্রবাহ এড়াতে সকাল থেকেই ভোটের লম্বা লাইন চোখে পড়েছে উত্তরে তিন কেন্দ্রে। দার্জিলিঙে ১৯৯৯টি বুথে, রায়গঞ্জে ১৭৩০টি বুথে এবং বালুরঘাটে ১৫৬৯টি বুথে ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের অনেকেই ভোট দিয়েছেন। এদিন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে ভোটারদের উৎসাহিত করতে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আজ যে সব আসনে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় , সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে । আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর !’


 

Previous articleBreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleEVM নিয়ে অভিযোগ, সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার গড়ে ১৫ শতাংশ