রাহুলকে উদ্দেশ্য করে টিউব লাইট!

বৃহস্পতিবার মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী। বারেবারে তিনি বাধা পেয়েছেন মূলত কংগ্রেস নেতা অধীর চৌধুরীর থেকে। একবার বিরক্ত হয়ে বললেন, আমি বসছি, ওনারা বলে নিন। তারপর বলব। এক সময়ে তিনি বলেন, লোকে আমাকে ডান্ডা মারবে বলছে। তারমানে ৬মাস ধরে শুয়ে থাকতে হবে। এমনিতেই গালাগালি খেয়ে আমি প্রুফড হয়ে গিয়েছি। এবার সূর্য প্রণাম বাড়িয়ে দেব, যাতে মারের ডান্ডা সহ্য করতে পারি। হঠাৎই তাঁর কথার প্রতিবাদ করেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী বলেন, আভি কারেন্ট আয়া। আমি প্রায় ৩০-৪০ মিনিট ধরে বলছি, এতক্ষণ পর জেগে উঠলেন। টিউবলাইট একেই বলে!