দ্বারকা নদীর সেতুতে ফাটল, আশঙ্কায় বাসিন্দারা

বীরভূমের ৬০ নম্বর রানিগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের ডেউচা দ্বারকা নদীর সেতুতে ফাটল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ফাটল দেখা দিয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে রাঢ়বঙ্গের যোগাযোগের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেতু।

১৯৫২সালে দ্বারকা নদীর উপর সেতুটি জেসপ কোম্পানি তৈরি করে। বৃহস্পতিবার সকালে ফাটলের অংশটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। বিষয়টি নজরে আসার পর এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই জায়গাটি ব্যারিকেড করে দেন। মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভারী যান চলাচল করলেও জাতীয় সড়কের উপরে সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তার ফলেই এই বিপত্তি। দ্রুত সংস্কার করা না হলে যে কোনও মুহূর্তে পুরো ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

আরও পড়ুন-সোনারপুরে সকালে শ্যুটআউট, এলাকায় আতঙ্ক

Previous articleরাহুলকে উদ্দেশ্য করে টিউব লাইট!
Next articleদূষিত বাতাসের তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশ