কর্মিসভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মীর! শোক প্রকাশ তৃণমূলের

শুভেন্দু অধিকারীর সভা থেকে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রামের জয়পুর এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর। এই ঘটনায় শোক প্রকাশ করলেন ঝাড়গ্রামের তৃণমূল নেতা মথুর মাহাতো।

শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল ফুটবল মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রনত টুডুর সমর্থনে একটি কর্মিসভা করেন। ওই কর্মিসভায় যোগ দিয়ে বাসে করে শিলদা ফিরে যান বিনপুর থানার জয়পুর গ্রামের ২৫ বছর বয়সি গৌরাঙ্গ মাহাতো নামে বিজেপির এক সক্রিয় কর্মী। শিলদা থেকে বাইকে জয়পুর যাওয়ার সময় বাড়ি থেকে এক কিলোমিটার আগে নিয়ন্ত্রণ হারিয়ে গৌরাঙ্গ মাহাতো বাইক সমেত ধাক্কা মারে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, বাইক সমেত রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে বিজেপি কর্মী গৌরাঙ্গ মাহাতো। তাকে উদ্ধার করে প্রথমে শিলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলদা হাসপাতাল থেকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাতে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। বিনপুর থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনা পরিপেক্ষিতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলেন, “বিজেপি কর্মীর এই মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত”। তৃণমূল কংগ্রেস মৃত্যু নিয়ে রাজনীতি করে না” বিজেপি কর্মীর ওই পরিবারকে সমবেদনা জানাই”।

আরও পড়ুন- রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

 

Previous articleরবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের
Next articleঅভিনব অ্যাপ এর নয়া প্রয়াস ” টার্নিং পয়েন্ট”