রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

আগামিকাল অর্থাৎ রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই গরমের মধ্যে পরীক্ষা হওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস-এর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। লোডশেডিং হলে সব কেন্দ্রে থাকবে জেনারেটর। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিও তৎপর থাকবে। পরীক্ষাকেন্দ্রে যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সুস্থ করার জন্য প্রাথমিক চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, পরীক্ষার জন্য হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ৪০ মিনিট এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে অতিরিক্ত ৬ জোড়া ট্রেন চালানো হচ্ছে। চলছে বাড়তি মেট্রোও। ৫ জোড়া বাড়তি মেট্রো চলছে আজ। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে মেট্রো চলাচল।

আরও পড়ুন- চারাপোনা-মাগুর থেকে কচিপাঁঠা! প্রচারে বেরিয়ে বাজারে গিয়ে ষোলোআনা বাঙালিয়ানা সায়নী

 

Previous articleচারাপোনা-মাগুর থেকে কচিপাঁঠা! প্রচারে বেরিয়ে বাজারে গিয়ে ষোলোআনা বাঙালিয়ানা সায়নী
Next articleকর্মিসভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মীর! শোক প্রকাশ তৃণমূলের