দূষিত বাতাসের তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশ

সারা বিশ্বের শহরগুলির মধ্যে দূষিত বাতাসের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার পয়েন্ট ছিল ২০৮, যার অর্থ এ শহরের বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। সে সময় মঙ্গোলিয়ার উলানবাটোর, ভারতের দিল্লি এবং কলকাতা যথাক্রমে ৩৫২, ২৩০ এবং ২২০ স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খারাপ অবস্থানে ছিল।
একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ, বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। তবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে প্রত্যেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এবং জরুরি সতর্কতা অবস্থা দেওয়া হয়। তবে ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়।

Previous articleদ্বারকা নদীর সেতুতে ফাটল, আশঙ্কায় বাসিন্দারা
Next articleটার্গেট কংগ্রেস, ধুইয়ে দিলেন মোদি