টার্গেট কংগ্রেস, ধুইয়ে দিলেন মোদি

প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সংবিধান বাঁচানোর কথা বলছে এই সংসদে। আমি মনে করিয়ে দিতে চাই যখন সত্তর দশকে ইমার্জেন্সি লাগু হয়, তখন কোথায় ছিল সংবিধান বাঁচানোর কথা। বারবার নির্বাচিত সরকারকে যখন ভেঙে দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিল সংবিধান বাঁচানোর কথা! জম্মু-কাশ্মীরে ৩৭০ধারা কেন ৭০বছর ধরে রইল এবং সংবিধান বাঁচাতে আমাদের কেন উদ্যোগ নিতে হল? পিএম আর পিএমও থাকা সত্ত্বেও তার ঊর্ধ্বে উঠে কেন রিমোর্ট কন্ট্রোলে কেউ কেউ দশ বছর সরকার চালালেন। তখন কোথায় ছিল সংবিধান?

এদিন কংগ্রেসকে আক্রমণ করা শুরু করেন মোদি। ইমার্জেন্সি থেকে শুরু করে প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গও তোলেন। বলেন, এক সময় কারওর প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভারত ভাগেরও প্রয়োজন ছিল।

আরও পড়ুন-রাহুলকে উদ্দেশ্য করে টিউব লাইট!

Previous articleদূষিত বাতাসের তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশ
Next articleট্যাংরা: বিক্ষোভের পরেই নতুন করে শুরু তদন্ত