হাসনাবাদে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতার ভাই দিলীপ দাস

হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের (Hasnabad Blast) ঘটনায় রবিবার ভোর রাতে বিজেপি কর্মীর ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দিলীপ দাস (Dilip Das), তিনি বিজেপি নেতা নিমাই দাসের ভাই। শনিবার দিলীপের বাড়িতেই বিস্ফোরণ ঘটে। এরপর এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদে তাঁর অসংলগ্ন কথায় সন্দেহ বাড়ে হাসনাবাদ থানার পুলিশের (Hasnabad Police)। কখনও জানান তিনি ওই মুহূর্তে বাড়িতে ছিলেন আবার পরের মুহূর্তেই বলেন তিনি ছিলেন না। তাহলে বিস্ফোরণে গুরুতর চোট পেলেন কী করে? এ প্রশ্নের কোন জবাব দিতে পারিনি ধৃত বিজেপি নেতা। শনিবার রাত থেকে টানা জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, মজুত বোমা ফেটে অথবা বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। ধৃত বিজেপি কর্মীর বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় এর আগে ২০১৮ সালে বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস। চার্জশিটেও ২ জনের নাম ছিল। গত শনিবার নিমাইয়ের ভাই দিলীপের বাড়িতে কৌটো বোমা বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের।ধৃতকে আজ বসিরহাট মহকুমা হাসপাতালে পেশ করা হবে।

 

Previous articleআজ নিজের কেন্দ্রে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 
Next articleআজ ফের উত্তরে মমতা, রবিবাসরীয় মালদহে জোড়া সভা তৃণমূল সুপ্রিমোর