আজ ফের উত্তরে মমতা, রবিবাসরীয় মালদহে জোড়া সভা তৃণমূল সুপ্রিমোর 

লোকসভা নির্বাচনে (Loksabha Election) ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস (TMC)। ভোট ঘোষণা করা থেকেই প্রচারের ময়দানে স্বয়ং মুখ্যমন্ত্রী। কখনও উত্তরে প্রচার কখনও দক্ষিণে জনসভা। রবিবার মালদাকে জোড়া সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ, জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদহের দু’টি আসনে। আজ সেই মালদহেই দু’টি জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী(Mamata Banerjee will be in Maldah today)।

সারা ভারত দিচ্ছে ডাক, বিজেপির নিপাত যাক – স্লোগানে রাজনীতির ময়দানে উত্তাপ বাড়িয়েছেন মমতা। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়া, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে মানুষের সামনে তুলে ধরছে তৃণমূল নেতৃত্ব। আজ ফের এই ইস্যু নিয়ে সুর চড়াতে চলেছেন মমতা। দলীয় সূত্রে খবর একটি সভা মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ় আলি রেইহানের সমর্থনে দ্বিতীয় সভাটি হবে।

 

Previous articleহাসনাবাদে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতার ভাই দিলীপ দাস
Next articleস্বস্তি নেই বাংলার, রবিবারের দুপুরে দক্ষিণবঙ্গে লু সতর্কতা!