Sunday, November 9, 2025

আরেকটি দাপুটে পারফরম্যান্স, দুর্দান্ত জয় এবং অধরা স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।

এবার ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলেছেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলাম ও তৌহিদ হৃদয়রা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছে যুব বিশ্বকাপের ফাইনালে।
টস জয়ের মধ্য দিয়ে ড্রেসিংরুমে উৎসব শুরু। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৮ উইকেটে নিউজিল্যান্ড তোলে ২১১ রান। সহজ এ লক্ষ্য হেসেখেলে ছুঁয়ে ফেলে লাল-সবুজ জার্সিধারীরা। ৩৫ বল আগে ৬ উইকেটের বিশাল জয়ে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে।

সেমিফাইনাল জয়ের ক্যানভাসে তুলির আঁচড় দিয়েছেন মাহমুদুল হাসান জয়। ডানহাতি ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরি। স্বল্প রানের লক্ষ্যে দ্রুত উইকেট হারালে মাঠে আসেন জয়। ২২ গজকে বানিয়ে ফেলেন নিজের সাম্রাজ্য। সেখানে কড়া শাসন করেন কিউই বোলারদের। তাতে পেয়ে যান সেঞ্চুরি। সপ্তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে জয় তুলে নেন বিশ্বকাপে সেঞ্চুরি।

এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে মিরাজ-শান্তরা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল সেমিফাইনালে। শেষ চারে হারের পর তৃতীয় স্থান লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। তাতে ঘরের মাঠে মেলে সান্ত্বনা । কিন্তু এবার আকবর আলীরা দলকে ফাইনালে তোলার জেদ নিয়েই নামে বিশ্বকাপ মঞ্চে।  সেই লড়াই জিতে আজ তারা শিরোপার থেকে মাত্র এক পা দূরে।

দুই বাঁহাতি ওপেনার সাজঘরের পথ ধরেন ৩২ রানের মধ্যে। সেখান থেকে জয় ও হৃদয়ের পাল্টা আক্রমণ। হৃদয় স্ট্যাম্পড হয়ে ৪০ রানে ফিরে গেলেও জয় ছিলেন অনসং।  ধ্রুপদী ব্যাটিংয়ে ডানহাতি ব্যাটসম্যান রাঙান পচেফস্ট্রুমের সবুজ গালিচা।

৭৭ বলে পেয়েছিলেন ফিফটি।  পরের ৪৯ বলে জয় তুলে নেন সেঞ্চুরি। শতরানের ইনিংসটি শেষ হয় তিন অঙ্ক ছুঁয়েই। ততক্ষণে জয়ের থেকে মাত্র ১১ রান দূরে বাংলাদেশ। শাখাওয়াত ৪০ ও আকবর আলী ৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।  ম্যাচসেরা নির্বাচিত হওয়া জয় ১২৭ বলে ১৩ বাউন্ডারিতে সাজান নিজের ইনিংসটি।
এর আগে নিয়ন্ত্রিত বোলিংয়ে বোলাররা লক্ষ্য রেখেছিল নাগালে। ৪৭ ওভার পর্যন্ত সবকিছুই চলছিল ঠিকঠাক। শেষ ৩ ওভারে গড়বড় করে দলের রান নিউজিল্যান্ডের রান দুইশ ছাড়ায়।  শেষ ৩ ওভারে ৩৭ রান তুলে নিউজিল্যান্ড। ৪৮তম ওভারে ৩ উইকেট পাওয়া শরীফুল ব্যয় করেন ১৩ রান। পরের ওভারে তানজিদ দেন ৫। শেষ ওভারে শরীফুল ছিলেন আরও বিবর্ণ।  ইনিংসের সবথেকে বেশি ১৯ রান দিয়ে নিউজিল্যান্ডকে হাসিয়েছেন বাঁহাতি পেসার।
নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান বেকহ্যাম ৭৫ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। কিন্তু শেষ হাসিটা আর হাসতে পারেননি।   ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। রবিবার এই মাঠেই বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version