Wednesday, November 12, 2025

‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি থাকলে এমনই হয়’, মোদিকে কটাক্ষ কংগ্রেসের

Date:

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ৬ মাস যাবৎ কারান্তরালে রাখার ন্যায্যতা প্রমাণ করার জন্য একটি “ব্যঙ্গাত্মক ওয়েবসাইট” থেকে নিজের ভাষণ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার এ ভাবেই মোদিকে কটাক্ষ করল কংগ্রেস। এক ট্যুইট-বার্তায় কংগ্রেস মোদিকে উদ্দেশ্য করে বলেছে, “হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকেই আপনি ডিগ্রি পেয়েছেন বলেই এমন ঘটনা ঘটেছে৷”

বৃহস্পতিবারই সংসদে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রসঙ্গে এক বিবৃতি দেন প্রধানমন্ত্রী ৷ আর সেই বিবৃতিকেই উপহাস করলো বিরোধী দল৷ ওদিকে ওমর আবদুল্লার দল জানিয়েছে, ন্যাশনাল কনফারেন্স কখনই বলেনি যে ওই রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করা হলে ‘এমন একটি ভূমিকম্প হবে যা কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেবে’।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ছিলো, “মেহবুবা মুফতি বলেছিলেন, ‘ভারত কাশ্মীরকে প্রতারণা করেছে। এই কথা শুনলে মনে হয় আমরা ১৯৪৭ সালে ভুল দিকটি বেছে নিয়েছি।’ ওমর আবদুল্লা বলেছিলেন, ‘৩৭০ ধারা অপসারণ করলে একটি ভূমিকম্প আসবে যা কাশ্মীরকে ভারত থেকে আলাদা করবে’। ফারুক আবদুল্লা বলেছিলেন, ‘৩৭০ ধারা অপসারণ করা হলে’ , ভারতের পতাকা উত্তোলনের জন্য উপত্যকার কেউ বেঁচে থাকবে না’। আপনারাই বলুন, ভারতীয় সংবিধানে প্রতি নিবেদিত প্রাণ কোনও ব্যক্তি কখনও এসব কথা মেনে নিতে পারবেন? ”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরই কটাক্ষ করে কংগ্রেস ট্যুইট করেছে৷ সেখানে বলেছে, “প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বিরুদ্ধে তাঁর কঠোর আচরণের ন্যায্যতা প্রমাণের জন্যে আক্ষরিক অর্থে ‘ফ্যাকিং -নিউজ’ নামে একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটের বক্তব্য তুলে ধরেছিলেন। আসলে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি পেয়েছেন বলেই এমন ঘটনা ঘটেছে৷”

আরও পড়ুন-মোদি মিথ্যা বলছেন! পাল্টা তোপ অধীরের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version