Friday, November 21, 2025

বিজেপির হয়ে মাঠে না নামলে এবার প্যাঁচে পড়তে চলেছেন শোভন

Date:

Share post:

বেশ চাপেই পড়লেন কলকাতার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

সূত্রের খবর, একটা নৌকা এবার বোধহয় শোভনকে ছাড়তে হবে৷ বিনা শর্তে তৃণমূলে ফেরা অথবা সামনে এসে বা পিছনে দাঁড়িয়ে বিজেপির হয়ে পুরসভা ভোট পরিচালনা করা, যে কোনও একটি নৌকা তাঁকে এবার বেছে নিতেই হবে৷

পুরভোট, বিশেষত কলকাতা পুরসভা দখলের লক্ষ্যেই শোভনকে দলে নিয়েছে বিজেপি৷ ঠিক একারনেই বিজেপিকে অবজ্ঞা করার তাঁর টানা চেষ্টাও দল হজম করে চলেছে৷ পুরভোটের আগে এবার তার হেস্তনেস্ত চাইছেন গেরুয়া নেতারা৷

সক্রিয়ভাবে দলের সঙ্গে না থাকলেও এখনও শোভন বিজেপি ছাড়েননি। তৃণমূলও তাঁকে দলে ফেরানোর আগ্রহ দেখাচ্ছে না৷ যদিও তৃণমূলে ফিরতে কম চেষ্টা করছেন না তিনি৷ কিন্তু রাজনীতির সঙ্গে পারিবারিক সমস্যা মিশিয়ে দিয়ে গোটা প্রক্রিয়াই বিশ বাঁও জলে পাঠাচ্ছেন শোভন নিজেই৷ শোভন বুঝতে পারছেন না, তাঁকে তৃণমূলে ফিরতে হলে, রত্না চট্টোপাধ্যায়কে মেনেই ফিরতে হবে৷ ঠিক এই ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে তৃণমূল৷
বাস্তব এটাই, কলকাতা পুরসভার ভোটকে নজরে রেখেই প্রাক্তন তৃণমূলি মেয়রকে দলে আনে
বিজেপি৷ ২০১৯-এর আগস্টে দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি৷ কিন্তু যোগ দেওয়ার দিন থেকেই তাঁর সঙ্গে গেরুয়া নেতৃত্বের একাংশের মনোমালিন্য শুরু হয়৷ সম্ভবত, সে কারনে অন্তরালেই রয়েছেন শোভন। শহরে অমিত শাহের সভাতে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও তাঁকে দেখা যায়নি।

পুরভোটের মুখে তাই বঙ্গ-বিজেপিতে প্রশ্ন উঠেছে, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আছেন কি’না, এবং কলকাতা পুরভোটে বিজেপি-শিবিরের নেতৃত্ব তিনিই দেবেন কি’না, তা স্বচ্ছ করা হোক৷ শোভন যেহেতু দিল্লি গিয়ে দলে যোগ দিয়েছেন, তাই রাজ্য বিজেপি দলের শীর্ষ নেতৃত্বের কোর্টেই বল পাঠিয়েছে৷ সূত্রের খবর, রাজ্য কমিটির এই দাবির মধ্যে অন্যায় কিছু দেখেনি দিল্লি৷ তাই এই প্রথমবার শোভন সম্পর্কে কড়া মনোভাবও প্রদর্শন করেছেন শীর্ষ নেতারা৷
দিন চারেক আগে, দিল্লি নেতৃত্বের তরফে শোভনকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, পুরভোট নিয়ে বিজেপির হয়ে এখনই ময়দানে না নামলে, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলি নিয়ে পদক্ষেপ করা হবে৷

শোভন, বিজেপি বা তৃণমূল, এই ইস্যুতে এখনও কেউই স্বচ্ছ নয়৷
শোভন এখনও বিজেপির ছাড়েননি, আবার তৃণমূলের বিধায়ক- কাউন্সিলর, সবই রয়েছেন৷ বিজেপি নেতৃত্ব এখনও মনে করে, কলকাতা পুরভোটে শোভন চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে৷ গেরুয়া শিবিরের খবর, শোভনের তৃণমূলে যাওয়া আটকাতে গুছিয়ে মাঠে নেমেছে দল৷ তা সত্ত্বেও শোভন নিরুত্তর, উদাসীন বা তৃণমূল-ঘেঁষা থাকলে, তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলির “ফয়সালা’ দ্রুততার সঙ্গেই সেরে ফেলা হবে৷

spot_img

Related articles

কয়লা পাচারে ৪০ জায়গায় তদন্তে ইডি-সিবিআই: ঝাড়খণ্ডে উদ্ধার টাকা

কয়লা পাচার মামলায় ফের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। বাংলার পাশাপাশি তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডেও। বেআইনি কয়লা পাচারের (coal...

চোরের মন পুলিশ পুলিশ! ভূমিকম্প নিয়ে BJP-TMC-র নারদ-নারদ

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে...

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির...