Thursday, May 15, 2025

রাত পোহালেই দিল্লির বিধানসভা নির্বাচন। তার ঠিক একদিন আগে বিপাকে বিদায়ী উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কারণ, ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও তাঁর ওএসডি। অভিযোগ, ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময়েই তাঁকে গ্রেফতার করা হয়। নির্বাচনের আগে এই ঘটনায় কার্যত অস্বস্তিতে আম আদমি পার্টি।
বৃহস্পতিবার, গভীর রাতে অভিযান চালিয়ে গোপালকৃষ্ণ মাধব নামে মণীশ সিসোদিয়ার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর, ২০১৫ সালে মণীশের ওএসডি হিসাবে নিযুক্ত হন মাধব। ধৃত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন স্বয়ং উপমুখ্যমন্ত্রী। শুক্রবার, নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই এক জিএসটি ইনস্পেক্টরকে গ্রেফতার করেছে বলে খবর পেয়েছি। এই আধিকারিক আমার দফতরে ওএসডি ছিলেন। এই ঘটনায় কঠোর শাস্তি দাবি করছি। গত ৫ বছরে অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিককে আমি নিজে ধরিয়ে দিয়েছি।’ সংবাদ মাধ্যমকেও তিনি জানান, তাঁর সরকার দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। আগে জানলে তিনিই মাধবকে ধরিয়ে দিতে বলে জানিয়েছেন সিসোদিয়া।
তবে, এই ঘটনাকে হাতিয়ার করছে বিজেপি। তাদের অভিযোগ, উপমুখ্যমন্ত্রীর অজান্তে তাঁর আধিকারিক ঘুষ নিয়েছেন, সেটা সম্ভব নয়। তবে, প্রাথমিক তদন্ত ঘুষ-কাণ্ডে সিসোদিয়ার যোগ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। নির্বাচনের একদিন বাকি থাকতেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর ভোট রাজনীতি।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version