ফের রাজভবনে রাজ্যের তিন আধিকারিককে তলব রাজ্যপালের

বিধানসভায় বাজেট বক্তৃতা রাখলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি মন্ত্রিসভার অনুমোদন দেওয়া বাজেট বক্তৃতা হুবহু রাখলেন ৷ এই পরিস্থিতির মধ্যেই ফের আজ শুক্রবার রাজভবনে রাজ্যের তিন আধিকারিককে ডেকে পাঠালেন রাজ্যপাল৷ কিন্তু কেন ডেকে পাঠানো হল রাজ্যের আধিকারিকদের, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷
এই রাজ্যে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূল পরিচালিত সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন জগদীপ ধনকড় ৷ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি ৷ সরকারের কাজের সমালোচনাও করেছেন ৷ রাজ্যের নেতা-মন্ত্রীরাও প্রকাশ্য মঞ্চ থেকে আক্রমণ করেছেন রাজ্যপালকে ৷ এখন দেখার তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের তিন আধিকারিক আদৌ আজ রাজভবন যান কিনা ৷