Wednesday, August 27, 2025

কথা পাকা হয়ে যাওয়ার পরেও বিয়ের ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তবে, শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙার ঘটনা বিরল। অভিযোগ, কর্নাটকের হাসনানা শহরে পাত্রীর শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন পাত্রের মা-বাবা। বিয়ে করতে এলেনই না বর। এক বছর ধরে সম্পর্ক ছিল বিএন রঘুকুমার ও বিআর সঙ্গীতার। বাড়ির সম্মতি নিয়ে বিয়ে করবেন বলে ঠিক করেন তাঁরা। ঝামেলার সূত্রপাত বিয়ের আগের এক অনুষ্ঠানে। বিয়ের আগের দিন একটি অনুষ্ঠানে সঙ্গীতা যে শাড়ি পরেছিলেন, তা পছন্দ হয়নি রঘুকুমারের মা-বাবার। তাই নিয়ে পাত্রীপক্ষের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। সঙ্গীতাকে শাড়ি বদলানোর কথা বলেন রঘুকুমারের মা। কিন্তু সঙ্গীতা রাজি হননি। এরপরই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন রঘুকুমারের মা-বাবা। পালিয়ে যেতে বলেন রঘুকুমারকে। বাবা-মায়ের কথা শুনে বিয়ের দিন সকালেই পালিয়ে যান তিনি। এদিকে বিয়ের লগ্ন পেরিয়ে গেলেও পাত্র না আসায় চিন্তিত হয়ে পড়েন সঙ্গীতার পরিবার।

সঙ্গীতার পরিবারের তরফে থানায় গিয়ে রঘুকুমার ও তাঁর পরিবারের বিরুদ্ধে সম্মানহানি, পণ চেয়ে চাপ, বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ দায়ের করেন। হাসসানের পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়া জানান, ঘটনার পর থেকেই রঘুকুমার পলাতক। তাঁর খোঁজ চলছে। পাত্রের মা-বাবার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাত্রীর পরিবার। সঙ্গীতার পরিবারের মতে, এই বিষেয় ভেঙে শাপে বর হয়েছে। শুধুমাত্র একটা শাড়ি পছন্দ হয়নি বলে, যারা বিয়ে ভেঙে দিতে পারে, তাঁরা ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারত।

আরও পড়ুন-ডেঙ্গু সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন খোদ মেয়র-ডেপুটি মেয়র

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version