৯-১৬ ফেব্রুয়ারি। শিয়ালদহ নর্থ শাখায় ৩০০টির বেশি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। কারণ অটোমেটিক সিগনালিং ব্যবস্থা। মূলত কল্যাণী সীমান্ত লোকাল, কল্যাণী লোকাল, নৈহাটি লোকাল সহ বেশ কিছু ট্রেন বন্ধ থাকছে।অটোমেটিক সিগনালিংয়ের কাজ হবে ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত। কাল, রবিবার থেকে শুরু হবে ইন্টারলকিংয়ের কাজ। রবিবার দুপুর ১২টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত প্রতিদিন প্রায় ৫০টি করে ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন-ফের হাসপাতালে কিংবদন্তী ফুটবলার পি কে
