হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ভিতরে আটকে থাকার আশঙ্কা

ফের ভেঙে পড়ল বহুতল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালিতে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খারার-লান্ড্রান রোডের ওই বহুতলের পাশের জমিতে জেসিবি মেশিন দিয়ে কাজ করার সময় সেটি বসে যায়। তার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বহুতলের ভিতরে অনেকে ছিলেন। তবে কত জন আটকে রয়েছেন তা নিয়ে কোনও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে।

আরও পড়ুন-কাল, রবিবার থেকে শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল