দিল্লি বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এদিন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে কামরাজ লেনের একটি বুথে গিয়ে ভোট দেন প্রণব মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে এবারও নির্বাচনে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ত্রিমুখী লড়াই এবার কেজরিওয়ালের প্রতিপক্ষ বিজেপির হেভিওয়েট নেতা সুনীল যাদব এবং কংগ্রেসের রমেশ সবেরওয়াল।

আরও পড়ুন-বিয়েতে আপত্তি, দিল্লির মহিলা পুলিশকর্মীকে খুন করে আত্মঘাতী ঘাতক-ব্যাচমেট
