Wednesday, December 24, 2025

সিএএ বিরোধিতা: পুরস্কৃত-বরখাস্ত ক্যাব চালক

Date:

Share post:

আরোহীর কথা শুনে মনে হয়েছিল দেশদ্রোহী। তাই উবার চালক পুলিশে দেন আরোহীকে। এই ঘটনার জেরে ক্যাবের চালক রোহিত গৌরকে সাসপেন্ড করেছে উবার। যদিও গোটা ঘটনায় বেশ খুশি বিজেপি। শনিবার ওই ক্যাব চালককে পুরস্কার দিল গেরুয়া শিবির। একটি প্ল্যাকার্ডের উপরে ‘অ্যালার্ট সিটিজেন’ লিখে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

হিন্দুত্ববাদীদের কথায়, ওই ক্যাব চালক দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে যথেষ্ট সজাগ ছিলেন। যাত্রীর কথাবার্তা আড়ি পেতে শুনে দেশপ্রেমিকের কাজ করেছেন বলেই মত বিজেপির। শনিবার, রোহিতের হাতে পুরস্কার তুলে দেন মুম্বইয়ের বিজেপি প্রধান এম পি লোধা। তিনি টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘উবারের এক যাত্রী দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ফোনে কথা বলছিলেন। আমরা মুম্বইয়ের বাসিন্দাদের তরফে রোহিতকে পুরস্কার দিচ্ছি।’’
বুধবার, রাত সাড়ে দশটা নাগাদ জুহু থেকে কুর্লা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেন বাপ্পাদিত্য সরকার। এরপর ওই উবারে বসেই এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। যার মূল বিষয় হল, দিল্লির শাহিনবাগে প্রায় দু’মাস ধরে সিএএ বিরোধী প্রতিবাদ চলছে। সেখানেই প্রতিবাদ মঞ্চে ওঠে ‘লাল সেলাম’ স্লোগান। তা নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা করছিলেন তিনি। অভিযোগ, এরপরেই গাড়ি থামিয়ে টাকা তুলতে যাওয়ার নাম করে পুলিশ ডেকে আনেন উবার চালক। পুলিশের সঙ্গে তাঁর কথোপকথনের মাঝেই বারবার তাঁকে গ্রেফতার করার জন্য দুই পুলিশকর্মীকে আর্জি জানাচ্ছিলেন ওই উবার চালক। এমনকী, পুলিশকে ওই চালক বলেন বাপ্পাদিত্য একজন বামপন্থী। তিনি মুম্বইয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। শাহিনবাগের আদলে মুম্বইতেও প্রতিবাদ গড়ে তুলতে চাইছেন। ওই চালক আরও দাবি করেন যে বাপ্পাদিত্যর সব কথা তিনি রেকর্ডও করেছেন। এরপরেই বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যান দুই পুলিশকর্মী। সান্তাক্রুজ থানায় রাত ১টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। এরপর পরিচিত এক সমাজকর্মী এস গোহিল গিয়ে থানা থেকে নিয়ে যান বাপ্পাদিত্যকে।

spot_img

Related articles

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...