Sunday, May 4, 2025

আজ রবিবার শেষদিনের বইমেলায় ফের গোলমালের আশঙ্কা। শনিবারের রেশ ধরে আজ মেলায় জমায়েত ডেকেছে বামেদের একটি গোষ্ঠী। পাল্টা তৈরি থাকছে বিজেপি সমর্থকরাও। পুলিশ যদি প্রথম থেকে কড়া না হয়, ভুগতে হবে বইপ্রেমীদের।

বইমেলাটা মিটিং মিছিলের জায়গা নয়। অথচ প্রথম দিন থেকে এন আর সি বিরোধিতায় মানববন্ধন, মিছিল, শ্লোগান, লিফলেট বিলি চলছিল মেলায়। পুলিশ এবং গিল্ডকর্তারা চোখে ঠুলি দিয়ে বসেছিলেন।

শনিবার বিজেপির মুখপত্র জনবার্তার স্টলে তাদের নেতারা গেলে তার সামনে এন্তার বিক্ষোভ করে বাম গোষ্ঠী। বিজেপির কিছু কর্মী পাল্টা শ্লোগান দেন। এলাকা তপ্ত হয়। পুলিশ বামেদের সরিয়ে দেয়। তখন থেকে রাত পর্যন্ত বামেদের সঙ্গে পুলিশের গোলমাল চলে।

আজ সকাল থেকে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে বামেদের একটি গোষ্ঠী তিনটের সময় জমায়েতের ডাক দিচ্ছে মেলায়। একই প্রচার বিশ্ব হিন্দু পরিষদেরও।

অথচ এটা হতে দেওয়া যায় না।
কেন বইমেলায় রাজনৈতিক কর্মসূচি হবে?
এন আর সির বিরোধিতা সর্বত্র হচ্ছে। সেটা বইমেলার মধ্যে করতে হবে কেন?
কেন বইপ্রেমীদের সাধারণ চলাফেরার পরিবেশ নষ্ট করছে বামপন্থীরা? কে তাদের অধিকার দিয়েছে বইমেলার ছন্দ নষ্ট করার? কেন তারা প্ররোচনা ছড়াচ্ছে? কেন প্রথম দিন থেকে পুলিশ আঙুল চুষল? কী করছিলেন গিল্ডকর্তারা? কেন মিছিলের অনুমতি দেওয়া হল?

আজ প্রথম থেকেই কড়া ব্যবস্থা নিক পুলিশ।
বইমেলার ছন্দনষ্টকারীদের মেলা থেকে বার করে দেওয়া হোক।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version