Wednesday, November 12, 2025

রাজ্যেই কেন হল না সাইকেল কারখানা? বাজেট শুনে প্রশ্ন তুললেন মান্নান

Date:

বর্তমান রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের পরেই সমালোচনায় সরব বিরোধীরা। বাজেট বক্তৃতায় সবুজসাথী প্রকল্পের উল্লেখ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে ১ কোটি সাইকেল দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান নিয়েই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি বলেন, “এই পরিসংখ্যান সঠিক ধরে নিয়েই বলছি, এই এক কোটি সাইকেল তো আমাদের রাজ্যেই তৈরি হতে পারত। সরকার তো একটি সাইকেল তৈরির কারখানা করে কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারত।”

বিরোধী দলনেতা বলেন, বাংলায় একটা সাইকেল কারখানা হলে বাংলার বেকারদের কর্মসংস্থানের সুযোগ হত। কারখানা ঘিরে অনুসারী শিল্প গড়ে উঠত। তার প্রভার পড়ত অর্থনীতিতে। তাঁর অভিযোগ, জেনে বুঝেই রাজ্য সরকার ১ কোটি সাইকেল বাইরে থেকে কিনেছে। এরপরেই কটাক্ষ করে আবদুল মান্নান প্রশ্ন তোলেন, বাইরে থেকে কেন বেশি দামে সাইকেল কেনা হল? তাহলে কি এখানেও কাটমানির বিষয় জড়িয়ে আছে?

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তোপ দাগেন আবদুল মান্নান। তাঁর অভিযোগ, হাসপাতালগুলির গায়ে নীল-সাদা রং করে সুপার স্পেশালিটি বলে দেওয়া হলেও সেগুলির কোনও পরিকাঠামো নেই। আগের থেকে বেশি মানুষ ভিন রাজ্যে চিকিৎসার জন্য যাচ্ছেন। এটা থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে পরিষেবা কেমন? এমনকী এই সরকার কাজই করে না বলে অভিযোগ তুলে মান্নান বলেন, কাজ করলে তবেই তো জনগণের বাজেট আখ্যা দেওয়া যাবে।

তাঁর কথার রেশ টেনেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অভিযোগ, রাজ্য বাজেট দিশাহীন। এখানে কর্ম সংস্থান, শিল্প, এমনকী কৃষকদের দুরবস্থার কোনও উল্লেখ নেই।

আরও পড়ুন-সরকারি টাকায় রাজ্যের CAA বিরোধী বিজ্ঞাপন নিয়ে রাজ্যপালকে নালিশ বিজেপি বিধায়কদের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version