Friday, August 22, 2025

রাজ্যেই কেন হল না সাইকেল কারখানা? বাজেট শুনে প্রশ্ন তুললেন মান্নান

Date:

বর্তমান রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের পরেই সমালোচনায় সরব বিরোধীরা। বাজেট বক্তৃতায় সবুজসাথী প্রকল্পের উল্লেখ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে ১ কোটি সাইকেল দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান নিয়েই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি বলেন, “এই পরিসংখ্যান সঠিক ধরে নিয়েই বলছি, এই এক কোটি সাইকেল তো আমাদের রাজ্যেই তৈরি হতে পারত। সরকার তো একটি সাইকেল তৈরির কারখানা করে কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারত।”

বিরোধী দলনেতা বলেন, বাংলায় একটা সাইকেল কারখানা হলে বাংলার বেকারদের কর্মসংস্থানের সুযোগ হত। কারখানা ঘিরে অনুসারী শিল্প গড়ে উঠত। তার প্রভার পড়ত অর্থনীতিতে। তাঁর অভিযোগ, জেনে বুঝেই রাজ্য সরকার ১ কোটি সাইকেল বাইরে থেকে কিনেছে। এরপরেই কটাক্ষ করে আবদুল মান্নান প্রশ্ন তোলেন, বাইরে থেকে কেন বেশি দামে সাইকেল কেনা হল? তাহলে কি এখানেও কাটমানির বিষয় জড়িয়ে আছে?

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তোপ দাগেন আবদুল মান্নান। তাঁর অভিযোগ, হাসপাতালগুলির গায়ে নীল-সাদা রং করে সুপার স্পেশালিটি বলে দেওয়া হলেও সেগুলির কোনও পরিকাঠামো নেই। আগের থেকে বেশি মানুষ ভিন রাজ্যে চিকিৎসার জন্য যাচ্ছেন। এটা থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে পরিষেবা কেমন? এমনকী এই সরকার কাজই করে না বলে অভিযোগ তুলে মান্নান বলেন, কাজ করলে তবেই তো জনগণের বাজেট আখ্যা দেওয়া যাবে।

তাঁর কথার রেশ টেনেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অভিযোগ, রাজ্য বাজেট দিশাহীন। এখানে কর্ম সংস্থান, শিল্প, এমনকী কৃষকদের দুরবস্থার কোনও উল্লেখ নেই।

আরও পড়ুন-সরকারি টাকায় রাজ্যের CAA বিরোধী বিজ্ঞাপন নিয়ে রাজ্যপালকে নালিশ বিজেপি বিধায়কদের

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version