রাজ্যে ঠাণ্ডা থাকছে আরও কিছু দিন। বৃষ্টির জেরে রাজ্যবাসী মনে করেছিল, এবার হয়ত রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত। তবে সকলকে স্বস্তি দিয়ে আবারও বেশ জাঁকিয়ে পড়েছে শীত। বুধবার পর্যন্ত এই ঠাণ্ডা থাকবে, তবে কনকনে ঠাণ্ডা আর ফিরছে না। সকালে সামান্য কুয়াশার পরে পরিস্কার আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে, বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুদিনে তাপমাত্রা নেমে কলকাতায় আজকের তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে মঙ্গলবার। এর প্রভাবে ফের তুষারপাতের সম্ভাবনা জম্বু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে।

আরও পড়ুন-রাজ্য বাজেট: ‘জয় জহার’ নামে আদিবাসীদের জন্য বার্ধক্য ভাতা ঘোষণা অর্থমন্ত্রীর