বাংলাদেশের ছোটদের বিশ্বজয়। কিন্তু সেই জয়েও লাগল কালির ছিটে। বিশ্বখেতাব জেতার পর ভারতীয় খেলোয়াড়দের তারা মাঠের মাঝেই ধাক্কা দেয়। সে নিয়ে ক্ষোভ বাড়তে থাকে। শোরগোল শুরু হতেই বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। আর জেতার পর বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে উৎসব, আবির খেলা। রাত থেকেই মানুষ রাস্তায় নেমে পড়েন। ক্রিকেটে তো বটেই, বাংলাদেশের ক্রীড়া দুনিয়ায় এটি সবচেয়ে বড় সাফল্য। ফলে উচ্ছ্বাসও বাঁধনছাড়া। দেশে ফেরার পর সংবর্ধনা তো দেওয়া হবেই, পুরস্কারে তারা ভেসে যাবে বলেই খবর।
