পুরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

কলকাতা পুরসভা-সহ রাজ্যের ৯২টি পুরসভায় আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা আজ, সোমবার প্রকাশিত হতে চলেছে। কলকাতা ছাড়া আরও কয়েকটি কর্পোরেশনের সংরক্ষণের তালিকাও আজ প্রকাশ হবে৷ জেলাশাসকের কার্যালয়ে ও সংশ্লিষ্ট পুরসভায় আসন সংরক্ষণের এই তালিকা দুপুরের মধ্যেই ঝুলিয়ে দেওয়া হবে৷ কলকাতা পুরসভার আসন সংরক্ষণ চূড়ান্ত করার দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের। গত ১৭ জানুয়ারি এইসব পুরসভার সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট ফর্মূলার ভিত্তিতেই পুরসভার আসন বা ওয়ার্ড মহিলা, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে৷
এবারের সংরক্ষণ নিয়ে আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের ৩১তারিখ পর্যন্ত। সবার সব বক্তব্য শোনার পর জেলাশাসকরা আপত্তিগুলির নিষ্পত্তি করেছেন। এই ওয়ার্ড সংরক্ষণের চূড়ান্ত তালিকার ভিত্তিতেই পুরসভাগুলিতে নির্বাচন হবে। যে খসড়া সংরক্ষণের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তাতে বিভিন্ন পুরসভা মিলিয়ে মোট ৩১ জন মেয়র ও চেয়ারম্যানের ওয়ার্ড সংরক্ষিত হয়ে গিয়েছে। কলকাতা পুরসভায় চার জন মেয়র পরিষদ সদস্য ও দুজন বরো চেয়ারম্যানের ওয়ার্ড সংরক্ষিত হয়েছে। আসানসোল কর্পোরেশনের মেয়রের ওয়ার্ডও সংরক্ষণের তালিকায় পড়েছে। দক্ষিণ দমদম, কামারহাটি, টিটাগড়, কাঁচরাপাড়া পুরসভা চেয়ারম্যানের ওয়ার্ড সংরক্ষিত হয়েছে।

পুর নির্বাচনী আইন অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করার ৭ সপ্তাহ বা ৭০ দিন পর পুরসভার ভোট করা যায়।

Previous articleবাংলাদেশের ছোটদের বিশ্বজয়ে কালির ছিটে
Next articleলোকসভার স্পিকার অনুমতি না দেওয়ায় নারদকাণ্ডে চার্জশিট দেওয়া যাচ্ছে না, ইডিকে জানাল সিবিআই