রবিবার ছুটির দিনে নিত্যযাত্রীরা সেভাবে সমস্যা টের না পেলেও, আজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদা নর্থ ও মেইন শাখার অফিস ও নিত্যযাত্রীরা সকাল থেকে চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন।

পূর্ব ঘোষণা রেলের থাকলেও, সকাল থেকে একাধিক ট্রেন বাতিল হওয়ায় যাতায়াত দায় হয়ে দাঁড়িয়েছে। খুব অল্প সংখ্যায় ট্রেন চলাচল করায় মানুষের চাপে উঠতেই পাচ্ছেন না। অনেকে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করছেন। এতে ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার।

দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলি ঘুর পথে যাতায়াত করায় অনেক দেরিতে গন্তব্যে পৌঁছাছে। সব মিলিয়ে শিয়ালদা মেনই ও শাখার যাত্রীরা নাজেহাল।চলতি সপ্তাহজুড়ে এই সমস্যার সম্মুখীন হতে হবে প্রত্যেককে।
