আগে নাগরিক স্বীকৃতি, তারপর ট্যাক্স! আয়কর ভবনের সামনে বিক্ষোভ

কেন্দ্রের বিতর্কিত CAA-NRC-NPR বিরোধী বিক্ষোভ অব্যাহত শহরের বুকে। আজ, সোমবার সারা ভারত যুব লীগ-এর পক্ষ থেকে মেট্রো চ্যানেলের সামনে জমায়েত করা হয়। এরপর তারা ডেপুটেশনদিতে যায় আয়কর ভবনে। ঠিক তারই আগে পুলিশ বাধা দেয় যুব লীগ সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাদের।

একইসঙ্গে বিক্ষোভকারীরা কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানায়। তাদের দাবি, যতক্ষণ না কেন্দ্র সরকার সকলকে দেশের নাগরিক স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ তাঁরা ইনকাম ট্যাক্স দেবেন না।

দেশের সাধারণ মানুষের কাছে আবেদন করে যুব লীগ সদস্যরা বলেন, আগে সরকারকে সকলে নাগরিক বলতে হবে, আর সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কেউ যেন টেক্স না দেন।

সবশেষে আয়কর ভবনে আন্দোলনকারীদের মধ্যে পাঁচজনের এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়।

আরও পড়ুন-CAA-NPR নিয়ে কেন্দ্রের নিয়ম মানার পরামর্শ ধনকড়ের! রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

Previous articleCAA-NPR নিয়ে কেন্দ্রের নিয়ম মানার পরামর্শ ধনকড়ের! রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
Next articleবিভাজনের রাজনীতি করছে কেন্দ্র, বাজেট বক্তৃতায় অমিত